
প্রশ্ন
কয়লা বা পাথর কয়লা দ্বারা তায়াম্মুম সহীহ হবে কিনা? চুনা দ্বারা প্রলেপিত দেয়ালে ধূলাবালি না থাকা সত্ত্বেও তায়াম্মুম হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কাঠের কয়লা দ্বারা তায়াম্মুম করলে তায়াম্মুম সহীহ হবে না। তবে পাথরী কয়লা দ্বারা তায়াম্মুম সহীহ হবে। পাথরী চুনা মাটিরই এক প্রকার। আর মাটির যাবতীয় প্রকার দ্বারা তায়াম্মুম করা জায়িয । অতএব চুনা দ্বারা প্রলেপিত দেয়ালে তায়াম্মুম করা জায়িয হবে, ঐ দেয়ালে ধুলাবালি থাক বা না থাক।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্ দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩৯
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬
- আল বাহরুর-রায়িক, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪৭
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১১২
- ফাতওয়ায়ে দারুল উলূম, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৪
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৭
- ফাতাওয়া খলীলীয়া, পৃষ্ঠা: ৭৫
আনুষঙ্গিক ফতোয়া
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- এক টুকরো মাটিতে বারবার তায়াম্মুম করা
- বাসে বা ট্রেনে তায়াম্মুম
- তায়াম্মুমে দুইবার মাটিতে হাত মারার কোন দলীল আছে কি?
- এক মুহরিম ব্যক্তি অপর মুহরিম ব্যক্তির চুল কাটতে পারবে কি না
- দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা
- প্লেনে তায়াম্মুম করে নামায পড়া
- দান সদকা কাদের দেয়া যাবে