
প্রশ্ন
পিতা-মাতার একজন যদি মুসলমান হয় এবং অন্যজন যদি অমুসলিম থেকে যায়, তবে তাদের ঔরশের সন্তান মারা গেলে, তার জানাযা পড়া হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পিতা-মাতার কোন একজন মুসলমান হলে, নাবালক সন্তানকে মুসলমান গন্য করে তার জানাযার নামায পড়তে হবে এবং মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৯৬
আনুষঙ্গিক ফতোয়া
- মুসলমান কাফিরের মধ্যে পার্থক্য না করা গেলে জানাযার হুকুম
- কাদিয়ানীদের পরিচয় ও তাদের সংঙ্গে মুসলমানের সন্তানের বিবাহ
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- কাফেরদের সন্তান নাবালেগ অবস্থায় মারা গেলে জান্নাতী নাকি জাহান্নামী?
- সাহাবীদের সমালোচনা করা ও ইয়াজিদকে কাফির বলা
- মৃত অবস্থায় জন্ম বা জন্মের পর মৃত্যুতে জানাযা ও দাফন-কাফন
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- ভুলক্রমে জানাযা ছাড়া সদ্য ভূমিষ্ট বাচ্চাকে কবর দিয়ে ফেললে করণীয় কি