
প্রশ্ন
আমার পিতাকে তার এক ঘনিষ্ট বন্ধু কিছু জমি হেবা (দান) করেছিল। রেজিস্ট্রিও সম্পন্ন হয়েছে এবং জমির দখলও বুঝিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন পর ঐ লোক (হেবাকারী) মারা যাওয়ার পর তার ওয়ারিসরা ঐ জমি ফিরিয়ে দেওয়ার দাবি করছে। জানতে চাই, তাদের এ দাবি শরীয়তসম্মত কি না? আমাদের জন্য কি তা ফিরিয়ে দেওয়া জরুরি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু জমিটির হেবা সম্পন্ন হয়েছে এবং দাতা জমিটি আপনার পিতাকে বুঝিয়ে দিয়েছেন সুতরাং দাতার ওয়ারিসদের জন্য এখন তা ফিরিয়ে দেওয়ার দাবি করা বৈধ নয় এবং তাদের দাবি অনুযায়ী তা ফিরিয়ে দেওয়া আপনাদের উপর জরুরি নয়। কেননা, যেসব ক্ষেত্রে হেবা সম্পন্ন হওয়ার পর তা ফিরিয়ে নেওযা যায় না। তন্মধ্যে একটি হল, হেবা সম্পন্ন হওয়ার পর হেবাকারী বা হেবাগ্রহীতার ইন্তেকাল হওয়া। খলিফাতুল মুসলিমীন উমর রা. বলেন, মাহরাম আত্মীয় ছাড়া অন্য কাউকে হেবা করলে সে হেবা ফিরিয়ে নেওয়া যায় যদি হেবার বিনিময় গ্রহণ না করে থাকে কিংবা দু’জনের কারো ইন্তেকাল না হয়ে থাকে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহু মাআনিল আছার, খন্ড: ২, পৃষ্ঠা: ২২৩
- ইলাউস সুনান, খন্ড: ১৬, পৃষ্ঠা: ১২২
- রদ্দুল মুহতার, খন্ড: ৫, পৃষ্ঠা: ৭০১
আনুষঙ্গিক ফতোয়া
- মাসবূক ভুলবশতঃ ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে
- কাযা নামাযের ফিদিয়া দেওয়ার নিয়ম
- দরূদ ও দুআয়ে মাসুরা পড়ার আগেই ইমাম সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি
- অসুস্থ্য ব্যক্তি রোযার মাসের শুরুতেই পুরো মাসের ফিদিয়া আদায় করে দিতে পারবে কি
- নামায ও রোযার ফিদিয়া কখন কিভাবে আদায় করবে
- রোযা রেখে কাফফারা আদায়ে সক্ষম হওয়া সত্বেও ফিদিয়া দেওয়া
- ফিদিয়া এক বা একাধিক জনকে দেয়া যাবে কি
- নামাযের শেষ বৈঠকে শরীক হওয়া