
প্রশ্ন
পেনশনের টাকা দ্বারা হজ্জ করা যাবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পেনশনের টাকা সর্বসম্মতিক্রমে হালাল। এতে কোন খারাবী বা গুনাহ নেই। তাই এটা গ্রহণ করা যাবে এবং এর দ্বারা হজ্জও আদায় করা যাবে। আপনার উপর হজ্জ ফরয হয়ে থাকলে আপনি উক্ত টাকা গ্রহণ করে হজ্জে যাবার নিয়্যত করে ব্যবস্থা গ্রহণ শুরু করুন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৬০
- জাদীদ ফিকহী মাসায়িল, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫০
- ফাতাওয়া রাহীমিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৪৭
আনুষঙ্গিক ফতোয়া
- মৃত ব্যক্তির পেনশন ও সমুদয় সম্পদ স্ত্রী সন্তান ও ভাইদের মাঝে বন্টন করা প্রসঙ্গে
- পেনশন -স্কিমে রাখা অর্থ হালাল কিনা
- সুদের টাকার বিধান, সুদের টাকা দিয়ে হজ্ব ও সাইয়্যেদ বংশীয়কে যাকাত দেয়া প্রসঙ্গে
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- সুদ-ঘুষের টাকা দিয়ে হজ্জ আদায়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- মক্কায় অবস্থানরত ব্যক্তির দ্বারা বদলি হজ্ব করানো