নামায Fatwa Cover

প্রথম কাতারে মাসবূক থাকা অবস্থায় ইমাম সাহেবের মুসল্লিদের দিকে ফিরে বসা

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

নামাযের জামা‘আতে প্রথম কাতারে কোন ব্যক্তি যদি মাসবূক থাকেন, তবে কি ইমাম সাহেব দু‘আর ‍উদ্দেশ্যে মুসল্লীদের দিকে ফিরে বসতে পারবেন?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সাধারণতঃ ফজর ও আসরের জামা‘আতে ইমাম সাহেব ডানে-বামে মুখ করে বসেন। প্রথম কাতারে মাসবূক না থাকলে, মুসল্লীদের ‍দিকেও মুখ করে বসতে পারেন। কারো চেহারার দিকে মুখ করে নামায পড়া যেহেতু মাকরূহ, তাই প্রথম কাতারে ইমামের বরাবর কোন মাসবূক থাকলে উক্ত ব্যক্তিকে মাকরূহ হতে রক্ষা করণার্থে ইমাম সাহেব সে দিকে মুখ করে বসবেন না। তাছাড়া হযরত উমর রা. নামাযীর দিকে মুখ ফিরে বসার কারণে বেত্রাঘাত করতেন। তবে দ্বিতীয় কাতার বা পরের কাতারগুলোতে মাসবূক থাকলেও ইমাম সাহেবের সে দিকে মুখ করে বসতে কোন অসুবিধা নেই।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতহূল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৬১
  • কিফায়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৬১
  • اعلاء السنن, খন্ড: , পৃষ্ঠা: ১৬৩