
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রথম জামা‘আতের সকলের নামাযই শুদ্ধ হয়েছে। কেননা ইমাম যখন সোজা দাঁড়িয়ে গেছেন, তখন নিয়মানুযায়ী মুক্তাদীর লুকমা দেয়া ঠিক হয় নাই। আর ইমামের জন্য ফিরে এসে বসাও ঠিক হয়নি। বরং ঐ অবস্থায় নামায শেষ করে সিজদায়ে সাহু করা যথেষ্ট ছিল। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে বসে যাওয়া সত্বেও নামায নষ্ট হয়নি। ফাতাওয়া এটার উপরেই। কারণ এতে ফরজ দেরী হলেও ফরজ তরক হয়নি। সুতরাং নামায বাতিল হওয়ার ঘোষণা দিয়ে দ্বিতীয়বার জামা‘আত করার কোন প্রয়োজন ছিল না। কারণ, তাদের নামাযতো হয়ে গেছে। তাই দ্বিতীয় জামা‘আত তাদের জন্য নফল গণ্য হবে। আর আসরের পরে নফল না থাকায় তাদের এ নামায মাকরূহ হবে। এখন এই দ্বিতীয় জামা‘আতের সময় নতুন কোন মুসল্লী শরীক হয়ে থাকলে, তার নামায সহীহ হয়নি। এজন্য যে, ইমামের ফরজ নামাযতো আগেই আদায় হয়ে গেছে এবং দ্বিতীয় জামা‘আত তার জন্য এবং প্রথম জামা‘আতের মুসল্লীদের জন্য নফল গণ্য হচ্ছে। আর নফল পড়নেওয়ালার পিছনে ফরজ নামাযের ইকতিদা সহীহ নয়। তাই শুধু দ্বিতীয় জামা‘আতে যারা শরীক হয়েছে, তাদের ঐ ওয়াক্তের নামায কাযা করতে হবে। [আল-বাহরুর রায়িক ২ঃ১০০, ১০১ # আদদুররুল মুখতার, ২ঃ৮৩ # বেহেশতী জেওর, ২ঃ৩৮]
- والله اعلم باالصواب -
সুত্র
- আল-বাহরুর রায়িক, খন্ড: ২, পৃষ্ঠা: ১০০
- আদদুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৮৩
- বেহেশতী জেওর, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৮
আনুষঙ্গিক ফতোয়া
- স্মরণ থাকা অবস্থায় ওয়াজিব তরক করা
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠক ছুটে গেলে করনীয়
- প্রথম বৈঠক না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আবার বসে যাওয়া
- নামাযে মহিলারা কতটুকু হাত উঠাবে ও বৈঠক কিভাবে করবে
- ইমামের প্রথম ও শেষ বৈঠকে মাসবূক কি পড়বে?
- ফরজ নামাযের পূর্বের চার রাকাত সুন্নতের প্রথম বৈঠকের সময় জামাত শুরু হয়ে গেলে করণীয়
- দাফন করার সুন্নাত তরীকা
- ১ম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়া