নামায Fatwa Cover

প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় ব্যাতিক্রম তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায


প্রশ্ন

প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় এর ব্যাতিক্রম তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এতে নামাযের কোন ক্ষতি হয়নি। রুকু সেজদার তাসবীহ বেজোড় সংখ্যায় যত ইচ্ছে পড়া জায়েজ আছে। একেক রুকুনে তাই একাধিক সংখ্যার তাসবীহ বলায় আপনার নামাযের কোন সমস্যা হয়নি। عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ فِي رُكُوعِهِ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ فَقَدْ تَمَّ رُكُوعُهُ وَذَلِكَ أَدْنَاهُ، وَمَنْ قَالَ فِي سُجُودِهِ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى فَقَدْ تَمَّ سُجُودُهُ وَذَلِكَ أَدْنَاهُ “ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি রুকুতে তিনবার বলে “সুহাবাহানাল্লা রাব্বিয়াল আজীম” তাহলে তার রূকু পূর্ণ হয়ে গেছে। তবে এটি সর্বনিম্ন সংখ্যা। আর যে ব্যক্তি সেজদায় তিনবার বলে “সুবহানা রাব্বিয়াল আ’লা” তাহলে তার সেজদা পূর্ণ হয়ে গেছে। তবে এটি সর্বনিম্ন পরিমাণ। মুসনাদে আবু দাউদ, হাদীস নং-৩৪৭, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৯০, সুনানে তিরমিজী, হাদীস নং-২৬১, তাহাবী শরীফ, হাদীস নং-১৩৯১)

- والله اعلم باالصواب -