
প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় ব্যাতিক্রম তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•নামায•
প্রশ্ন
প্রথম সেজদায় পাঁচবার আর দ্বিতীয় সেজদায় এর ব্যাতিক্রম তাসবীহ পড়লে নামাযে কোন সমস্যা হয় কি
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এতে নামাযের কোন ক্ষতি হয়নি। রুকু সেজদার তাসবীহ বেজোড় সংখ্যায় যত ইচ্ছে পড়া জায়েজ আছে। একেক রুকুনে তাই একাধিক সংখ্যার তাসবীহ বলায় আপনার নামাযের কোন সমস্যা হয়নি। عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ قَالَ فِي رُكُوعِهِ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ فَقَدْ تَمَّ رُكُوعُهُ وَذَلِكَ أَدْنَاهُ، وَمَنْ قَالَ فِي سُجُودِهِ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى فَقَدْ تَمَّ سُجُودُهُ وَذَلِكَ أَدْنَاهُ “ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি রুকুতে তিনবার বলে “সুহাবাহানাল্লা রাব্বিয়াল আজীম” তাহলে তার রূকু পূর্ণ হয়ে গেছে। তবে এটি সর্বনিম্ন সংখ্যা। আর যে ব্যক্তি সেজদায় তিনবার বলে “সুবহানা রাব্বিয়াল আ’লা” তাহলে তার সেজদা পূর্ণ হয়ে গেছে। তবে এটি সর্বনিম্ন পরিমাণ। মুসনাদে আবু দাউদ, হাদীস নং-৩৪৭, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৮৯০, সুনানে তিরমিজী, হাদীস নং-২৬১, তাহাবী শরীফ, হাদীস নং-১৩৯১)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- রুকু-সিজদায় তিনবারের চেয়ে কম তাসবীহ পড়া
- সেজদায়ে তিলাওয়াত পড়ার পর রুকুতে চলে গেলে ইমাম ও মুক্তাদীদের নামাযের হুকুম কি
- রুকু সিজদার তাসবীহ তিনবারের কম পড়া
- রুকূ সিজদায় তিনবারের অধিক তাসবীহ্ পড়া
- রুকু, সিজদার মধ্যে তিন তাসবীহ পড়া
- সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সিজদা করা
- সালাতুত তাসবীহ আদায়ের নিয়ম
- সিজদায় যাওয়ার সঠিক পদ্ধতি