কুরবানী ও আকিকা Fatwa Cover

প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ জমি থাকলেও কুরবানী ওয়াজিব হবে

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা


প্রশ্ন

কুরবানী ওয়াজিব হওয়ার জন্য জমির মূল্যের হিসাব হবে? না উৎপাদিত ফসলের হিসাব হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জীবিকা নির্বাহের জন্য যতটুকু জমি এবং ফসলের প্রয়োজন তা থেকে অতিরিক্ত জমি এবং ফসলের মূল্য অথবা কোন একটার মূল্য যাকাতের নির্ধারিত নিসাব পরিমাণ হলে তার কুরবানী ওয়াজিব হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫০৬