
প্রশ্ন
কুরবানী ওয়াজিব হওয়ার জন্য জমির মূল্যের হিসাব হবে? না উৎপাদিত ফসলের হিসাব হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
জীবিকা নির্বাহের জন্য যতটুকু জমি এবং ফসলের প্রয়োজন তা থেকে অতিরিক্ত জমি এবং ফসলের মূল্য অথবা কোন একটার মূল্য যাকাতের নির্ধারিত নিসাব পরিমাণ হলে তার কুরবানী ওয়াজিব হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩১২
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৭, পৃষ্ঠা: ৫০৬
আনুষঙ্গিক ফতোয়া
- কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত সমূহ
- কার উপর কুরবানী করা ওয়াজিব
- বীমা ও ইন্সুরেন্স কোম্পানিতে জমা টাকার উপর যাকাত
- কোন ধরণের সম্পদের উপর কুরবানী ওয়াজিব, কুরবানীর দিনসমূহে নেসাবের মালিকের হাতে টাকা না থাকলে করণীয় কী
- কুরবানির নেসাব পরিমাণ টাকা ধার দেওয়ার পর নিজের কাছে অতিরিক্ত টাকা না থাকলে করণীয়
- কুরবানীর নেসাব
- কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত সমূহ
- স্থাবর সম্পদের মূল্যের উপর কী কুরবানী আবশ্যক হয়