
প্রয়োজনে ঘুষ প্রদান এবং না জানিয়ে পিতা থেকে টাকা খরচের বিধান কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•জায়েয-নাজায়েয•
প্রশ্ন
একটা জটিল সমস্যার সমাধান দেবার জন্য অনুরোধ করছি। মেডিকেল কলেজে ছাত্র হিসেবে ভর্তি সংক্রান্ত সমস্যা। মেডিকেলে ভর্তি হতে যে কাগজপত্রগুলো লাগে– ১)S.S.C ও H.S.C এর সনদপত্র ও টেস্টিমোনিয়াল। ২)ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ৩. এপলিকিশন ফর্ম ৪. কপি সত্যায়িত ছবি ৫)নাগরিক সনদপত্র। সমস্যাটা আসলে ৩, ৪, ৫ নম্বর ডকুমেন্ট নিয়ে। আমি ছবি সত্যায়িত করেছি কিন্তু ছবি সত্যায়িত করার সময় একজন পিয়নের কাছে ছবিগুলো দিয়েছিলাম।পিয়ন ছবি সত্যায়িত করার পর আমার কাছে টাকা চাইলে তাকে টাকা দিতে হল। এখন এই টাকা নিশ্চয় বৈধ নয়? তাই এই ছবিগুলো দিয়ে ভর্তি হওয়াটা কি উচিত হবে? দ্বিতীয়ত, নাগরিক সনদপত্র আনতে গিয়ে দেখা গেল চেয়ারম্যান সাহেব কার্যালয়ে নেই। কিন্তু উনি আগে থেকে এক্সট্রা কিছু সনদপত্রে তার স্বাক্ষর করে রেখেছেন। সেই আগে থেকে স্বাক্ষর করা কাগজে শুধু নিজের নাম ও ঠিকানা লিখে দিলেই সনদপত্র পূর্ণ হয়। এই ক্ষেত্রেও পিয়নকে (তাদের মতে চা-পানির) টাকা দিতে হয়েছে। এখন এইভাবে সনদ নেয়া কি ঠিক হল? আরেকটা প্রবলেম হল পিয়নকে যে টাকাটা দিয়েছিলাম সে টাকার একটা বিরাট অংশ একজনের কাছ থেকে ধার নিয়েছিলাম এবং বলেছিলাম যে সাত দিনের মাঝে টাকা দিব কিন্তু টাকা দিতে একদিন দেরি হয়। এতে করে কি ধার করা টাকাটা হারাম হয়ে যাবে? আর ক্ষুদ্র অংশ নিয়ে আমার সন্দেহ আছে।সেই অংশটা আমি পিতার অনুমতি ছাড়া নিয়েছিলাম। অনুমতি চাইলে টাকা অবশ্যই দিত। এখন অনুমতি না নেওয়ায় কি সেটা হারাম হবে? আর এর ফলে কি এই সনদটাই হারাম হয়ে যাবে? একই প্রবলেম হয়েছে এপলিকেশন ফর্মকে নিয়ে। সেটা নেবার সময় আমি পিতার অনুমতি না নিয়ে তার টাকা খরচ করেছি এবং পরবর্তীতে বলিনি। যদিও বললে সে টাকা দিত। তো এই ক্ষেত্রে কি বিধান হবে? তাহলে মূল প্রশ্ন দাঁড়াল যে এইভাব সংগ্রহ করা ২, ৩ ও ৪ নম্বর ডকুমেন্টগুলো দিয়ে ভর্তি হলে কি সেটা অবৈধ হিসেবে গণ্য হবে? এবং এইভাবে ভর্তি হয়ে ভবিষতে টাকা উপার্জন করলে সেই টাকা কি হালাল হবে? ভর্তি হবার বৈধ অধিকার সরকার দিয়েছে এবং প্রত্যেকটা ডকুমেন্ট এর তথ্যগুলো সত্য হওয়া সত্যেও কি এটা অবৈধ হবে? আমি শুধু জানতে চাইছি এইভাবে করে ভর্তি হলে সেটা গ্রহণযোগ্য কিনা? আর যদি অগ্রহণযোগ্য হয় তাহলে সমাধানটা কি হবে? আপনি যদি একটু সময় পান তাহলে এই বিষয়টার সমাধান দিলে কৃতজ্ঞ হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- বিকাশের মাধ্যমে ঋণ গ্রহণ করলে কেশআউটের টাকা কে দেবে
- কওমী মাদরাসায় যাকাত প্রদান করলে যাকাত আদায় হয় না
- মুদারাবা চুক্তিতে ব্যবসার সফরের খরচ
- কমিশন যা ঘুষ দিয়ে টেন্ডার
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না
- যাকাতের টাকা সন্তানকে দেওয়া
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- ভাড়া বাসার এডভান্সের যাকাত কার উপর আবশ্যক