
প্রশ্ন
কুরআন মাজীদ,হাদীস গ্রন্থ ও ইসলামী পুস্তকসমূহ যেখানে কুরআন মাজীদের আয়াত লিপিবদ্ধ আছে,তা অনেক পুরোনো হয়ে গেলে(পড়তে অসুবিধা হয় এমন) কী করব? অনেকে বলে আরবী লেখা কাগজ পুরোনো হয়ে গেলে অর্থাৎ পড়তে অসুবিধা হলে তা পুড়িয়ে ফেলতে হয়,আবার অনেকে বলে জলাশয়ে দিতে। আসলে কী করা উচিত? আমার কাছে বিগত ক্লাসের ইসলাম শিক্ষা বিষয়ের গাইড আছে,যাতে কুরআন মাজীদের আয়াত লিপিবদ্ধ আছে। অন্যান্য বিষয়ের গাইড আমি কেজি দরে বিক্রি করে দিয়েছি,কিন্তু ইসলাম শিক্ষা বিষয়ের গাইড বিক্রি করিনি কারণ এটি বিক্রি করলে নানা জায়গায় নাপাক স্থানে রাখা হতে পারে এবং তার কাগজ দিয়ে ঠোঙ্গা তৈরি হতে পারে যা পরবর্তীতে ব্যবহারের পর তা রাস্তা-ঘাটে থাকতে পারে। এ ব্যাপারে কী করণীয়?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরআনের আয়াত বা হাদীস সম্বলিত গ্রন্থ যদি পড়ার অনুপযোগি হয়ে যায়, তাহলে সেগুলোকে কোন পবিত্র কাপড় দিয়ে ঢেকে এমন স্থানে দাফন করে দেয়া, যেখানে স্বাভাবিকভাবে কোন মানুষ পা মাড়িয়ে চলে না। এটাই সঠিক পদ্ধতি। কুরআনে কারীম পুড়াবে না। এর দ্বারা কুরআনকে অসম্মান করা হয়। কুরআনে কারীম ও হাদীসে নববীর অসম্মান হয় এমন কোন কাজ করা জায়েজ নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৭১
- الفتاوى الهنيدية, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২৩
আনুষঙ্গিক ফতোয়া
- বাংলা কুরআন শরীফ তিলাওয়াত সম্পর্কে
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- পুরাতন কবরে কখন আবার কবর দেওয়া যাবে
- মসজিদের কোরআন শরীফ বাড়িতে নিয়ে পড়া
- কোরআন শরীফ হতে নিয়ে কসম করার বিধান
- তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া, ৪ রাকা‘আত পরপর প্রচলিত দু‘আ পড়া
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- অজু ছাড়া ফোনের কোরআন শরীফ অ্যাপে স্পর্শ করা