
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উক্ত কুরবানী সহীহ হয়নি। কারণ যেসকল জায়গায় ঈদের নামায অনুষ্ঠিত হয় (চাই তা শহর হোক বা গ্রাম) সেখানে এলাকার কোনো একটি জায়গায় ঈদের নামায পড়ার পরেই কেবল কুরবানীর সময় হয়। এর পূর্বে কুরবানীর সময় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللهِ. ঈদের নামাযের আগে যে কুরবানী করেছে (তার কুরবানী হয়নি) সে যেন এর পরিবর্তে আরেকটি কুরবানী করে। আর যে আমাদের ঈদের নামায পড়ার আগে জবাই করেনি, সে যেন এখন আল্লাহর নাম নিয়ে জবাই করে নেয়। (সহীহ বুখারী, হাদীস ৫৫০০) সুতরাং আপনার স্ত্রী ও মেয়ের কুরবানী আদায় হয়নি। এখন তাদের কুরবানীর পরিবর্তে দুইটি ছাগল বা তার মূল্য সদকা করে দিতে হবে। উল্লেখ্য, কুরবানী যে এলাকায় করা হয় সময়ের ক্ষেত্রে সে এলাকা ধর্তব্য হয়। কুরবানীদাতা মুসাফির না মুকীম সেটি ধর্তব্য নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহু মুখতাসারিত তাহাবী, খন্ড: ৭, পৃষ্ঠা: ৩৩৬
- সারাখসী, খন্ড: ১২, পৃষ্ঠা: ১০
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২১১
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৭৭
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১৭, পৃষ্ঠা: ৪১৯
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩১৮
আনুষঙ্গিক ফতোয়া
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- ফজরের সুন্নাতের সময় ও ক্বাযার হুকুম
- এক পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিনা
- ১লা তারিখ থেকে কুরবানী করার পূর্ব পর্যন্ত নখ, চুল না কাটা
- ফজরের আযানের পর সুন্নাত ছাড়া অন্য কোন নফল
- কোন কোন পশু দ্বারা কুরবানী আদায় হয়
- রাতে কুরবানী দেওয়ার বিধান
- অংশীদারিত্বের কুরবানী