
প্রশ্ন
আমি নূরুল ঈযাহ কিতাবে পড়েছি- ফজরের ফরয নামাযের পূর্বে সুন্নাত নামায না পড়ে থাকলে আর পড়তে হয় না। কিন্তু বর্তমান সমাজে প্রচলন আছে- ফরয নামাযের পূর্বে সুন্নাত নামায না পড়তে পারলে সূর্য উদয় হলে সুন্নাত নামায পড়ে। আসলে সুন্নাত না পড়লে কোন গুনাহ বা অসুবিধা হয় কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ফজরের সুন্নাত অন্যান্য সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব রাখে। তাই যদি জামা‘আত শুরু হয়ে যায় আর দ্বিতীয় রাকা‘আত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তা আদায় করে নিতে হবে। ইমাম মুহাম্মদ রহ. বলেছেন, যদি ফজরের ফরয নামাযের পূর্বে সুন্নাত পড়া সম্ভব না হয়, তাহলে সূর্য উদয় হওয়ার পর কাযা করে নিবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৫২
আনুষঙ্গিক ফতোয়া
- ফজরের জামা‘আত শুরু হলে সুন্নাত পড়ার হুকুম
- ফজরের সুন্নাতের সময় ও ক্বাযার হুকুম
- ফরজ, ওয়াজিব ও সুন্নতের সংজ্ঞা কি
- ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়া
- ফজরের নামায কাযা অবস্থায় যুহরের ইমামতী করা
- ফরজের পূর্বের সুন্নাত কাযা কারীর ইমামত
- ফজরের নামায কাযা পড়ার নিয়ম
- সুন্নতে মুআক্কাদা কাকে বলে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কি কেউ গোনহগার হবে