
প্রশ্ন
কোনো ব্যক্তি যদি ফরয গোসলে নাকের ভিতর পানি প্রবেশ না করিয়ে শুধু আঙ্গুল ভিজিয়ে নাকের ভিতরটা তিনবার মুছে নেয় তাহলে তার গোসল হবে কি এবং নাকের ভিতরে পানি প্রবেশ করানো ও তা পরিষ্কার করার পদ্ধতি কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ফরয গোসলে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো জরুরি। শুধু ভেজা আঙ্গুল দ্বারা নাকের ভিতর মুছে নেওয়া যথেষ্ট নয়। এর দ্বারা নাকে পানি পৌঁছানোর ফরয আদায় হবে না। নাকের ভিতর পানি পৌঁছানোর উত্তম তরীকা হল, ডান হাতে পানি নিয়ে তা নিঃশ্বাসের মাধ্যমে নাকের নরম স্থান পর্যন্ত টেনে নেওয়া। হাত দিয়েও পানি ভেতরে দেওয়া যেতে পারে। অতঃপর বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দ্বারা নাকের ভিতরটা পরিষ্কার করে নেওয়া। যেন কোনো অংশ শুকনা না থেকে যায়। এভাবে তিনবার পানি প্রবেশ করানো।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে আবু দাউদ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২১
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১০৮
আনুষঙ্গিক ফতোয়া
- ফরজ গোসলে নাকে পানি দিতে ভুলে গেলে
- গোসল করার সুন্নত তরীকা
- প্রস্রাব হতে জায়গা পাক করার পদ্ধতি
- টিউব ওয়েলের ভিতর নাপাক পড়লে পাক করার পদ্ধতি
- গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকা ও আযান দেওয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- ফরয গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নামায আদায়
- ওযুতে চোখের ভেতরে পানি পৌঁছানো জরুরী কিনা