
প্রশ্ন
এক ব্যক্তির ফরয গোসল শেষ হওয়ার পর মনে পড়ল যে, সে নাকে পানি পৌঁছায়নি। এ অবস্থায় কি সে পুনরায় শুরু থেকে গোসল করবে না শুধু নাকে পানি দেওয়াই যথেষ্ট হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে শুধু নাকে পানি দেওয়াই যথেষ্ট। পুনরায় গোসল করতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফে ইবনে আবি শায়বা, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৭৪
- ইলাউস সুনান, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৬
- শরহুল মুনয়া, পৃষ্ঠা: ৫০
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫
আনুষঙ্গিক ফতোয়া
- ফরজ গোসলে নাকের ভিতরে পানি পৌঁছানোর পদ্ধতি
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- একটি নদী দিয়ে আল্লাহ তায়া'লার পরীক্ষা
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকা ও আযান দেওয়া
- নাপাক শরীর ও নাপাক কাপড় ধোয়া পানির ছিটা
- কাবা দেখলে বা উমরা করলে কি হজ্ব ফরয হয়
- রোজা অবস্থায় ভুলবশত পানি পানের দ্বারা রোজা ভেঙ্গে গেছে ভেবে পানাহার করলে করণীয়