
প্রশ্ন
ফুল সম্পর্কে জ্ঞানী-গুণীদের অনেক মন্তব্য পড়েছি, শুনেছি। নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফুল সম্পর্কে মন্তব্য করেছেন। আমি এ বিষয়ে একটি সহীহ হাদীস জানতে চাই।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, ফুল নিয়ে নবীজীর অনেক কথা হাদীসের গ্রন্থসমূহে রয়েছে। তন্মধ্যে একটি সহীহ হাদীস হল, হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কাউকে যদি ফুল পেশ করা হয় তাহলে ফিরিয়ে দিও না। কারণ ফুল বহন করতে সহজ এবং এতে সুঘ্রাণ রয়েছে।’
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতহুল বারী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৮৩
- সহীহ মুসলিম, হাদীস নম্বর: ২,২৫৩
আনুষঙ্গিক ফতোয়া
- চিকিৎসা সংক্রান্ত একটি উক্তি
- যে কারণে মূসা আ. আযরাঈল আ.-কে চপেটাঘাত করেন
- মুসাফাহা কয় হাতে করবে এক হাতে না দুই হাতে
- হাঁচি ও হাই আসলে করণীয় কি
- ইলমের একটি অধ্যায় শিখা চাই তার উপর আমল করা হোক বা না হোক হাজার বছর ইবাদত থেকেও উত্তম” এটি কি হাদীস
- এপ্রিল ফুল পালন করা ও এপ্রিল ফুলের ইতিহাস
- ইমাম বুখারী মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদীস বলেননি বুকের উপর হাত বাঁধার দলীল বিষয়ে কথিত আহলে হাদীসদের ধোঁকাবাজী উন্মোচন
- বুকের উপর হাত বাঁধা