সভ্যতা ও সংস্কৃতি Fatwa Cover

ফেইসবুকে ছবি আপলোড করার হুকুম কী?

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসভ্যতা ও সংস্কৃতি


প্রশ্ন

ফেইসবুকে ছবি আপলোড করার হুকুম কী?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মহিলাদের ছবি হলে বৈধ নয়। পুরুষদের ছবি জায়েজ পদ্ধতিতে প্রদর্শিত হলে জায়েজ আছে। তবে উত্তম নয়। বিশেষ করে সমাজের পথিকৃত যেমন উলামায়ে কেরামগণকে এ কর্ম থেকে বিরত থাকাই তাক্বওয়ার দাবী। কিন্তু এসব ছবি প্রিন্ট করা জায়েজ নয়। আসলে বর্তমানে ছবি তোলা একটি ফ্যাশনে পরিণত হয়েছে। যদিও অনেক উলামায়ে কেরাম কম্পিউটার ও মোবাইল স্ক্রীণে থাকা অবস্থার ছবিকে জায়েজ বলেছেন, কিন্তু তা যে তাক্বওয়া ও পরহেযগারীর খেলাফ তাতে কারো কোন দ্বীমত নেই।

- والله اعلم باالصواب -

সুত্র

  • তাকমিলা ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ১৬৪