
প্রশ্ন
অনেক কোম্পানি এমন আছে, যারা তাদের পণ্যের সাথে রুমাল, কলম ইত্যাদি ফ্রি দিয়ে থাকে। আমি এমন একটি কোম্পানির একটি লুঙ্গি কিনেছিলাম, যারা লুঙ্গির সাথে রুমাল ফ্রি দিয়ে থাকে। কিন্তু আমি যখন খরিদ করি তখন লুঙ্গির সঙ্গে রুমাল ছিল না। তাই রুমালের মূল্য বাবদ কিছু টাকা কম দিয়ে লুঙ্গিটি কিনে আনি। জানার বিষয় এই যে, বিক্রেতাকে রুমালের টাকা না দেওয়া ঠিক হয়েছে কি না। জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, রুমাল বাবদ কিছু টাকা কম দেওয়া বৈধ হয়েছে। কারণ প্রশ্নোক্ত ক্ষেত্রে মূলত লুঙ্গি এবং রুমাল উভয়টিই আপনার ক্রয়কৃত পণ্য। তাই রুমাল না পাওয়ার কারণে সে বাবদ মূল্য কম দেওয়া জায়েয।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবাহরুর রায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ১২০
- হেদায়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৭৫
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ৪, পৃষ্ঠা: ৮৪
- মাজমাউল আনহুর, খন্ড: ৩, পৃষ্ঠা: ১১৬
আনুষঙ্গিক ফতোয়া
- পণ্যের মূল্য নির্ধারণ না করে বাকি বিক্রি করা
- কম্পানির দেওয়া ফ্রি পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি করা
- বাকি বিক্রির ক্ষেত্রে অধিক মূল্য নেওয়া
- ঋণদাতা কর্তৃক ঋণগ্রহীতার পণ্য বিক্রি করে ঋণ পরিশোধ
- বিক্রির পর অতিরিক্ত মুল্য দাবি করা
- দুনিয়ার মোহাব্বত সকল পাপের মূল এ বক্তব্য নির্ভর হাদীসটি জাল
- স্বর্ণ-রোপা এবং টাকা থাকলে কোনটির উপর ভিত্তি করে যাকাত আবশ্যক হয়
- বাকি লেনদেনে নগদ মূল্যের চেয়ে কিছু বেশি দাম রাখা