কসম-মান্নত Fatwa Cover

বকরী মান্নত করার পর বকরীর মূল্য দেয়া যাবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকসম-মান্নত


প্রশ্ন

কেউ যদি এই বলে মান্নত করে যে, যদি সে সুস্থ্য হয়ে, তাহলে উক্ত বকরীটি দান করে দিবে। এখন সুস্থ্য হওয়ার পর উক্ত বকরীর বদলে যদি তার মূল্য দান করে তাহলে তার মান্নত পূর্ণ হবে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, উক্ত ব্যক্তির মান্নত পূর্ণ হবে। বকরীও দিতে পারে। কিংবা তার মূল্যও পরিরোধ করতে পারে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • فتاوى قاضيخان, খন্ড: , পৃষ্ঠা: ২৬৯
  • تاتارخانية, খন্ড: , পৃষ্ঠা: ৪১