
প্রশ্ন
করীম সাহেবের ওপর হজ্ব ফরয। অনেক দিন থেকে তিনি খুব অসুস্থ। যার কারণে তিনি নিজে হজ্ব করতে পারছেন না। তাই তিনি আরেক ব্যক্তিকে নিজের পক্ষ থেকে বদলী হজ্ব করার জন্য পাঠান। তিনি ঐ ব্যক্তিকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যেন সে ইফরাদ হজ্ব করে। এখন ঐ ব্যক্তির জন্য তামাত্তু হজ্ব করার কি অনুমতি আছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না। ঐ ব্যক্তির জন্য হজ্বে প্রেরণকারী ব্যক্তির নির্দেশ অমান্য করে তামাত্তু হজ্ব করার অনুমতি নেই। বরং তাকে ইফরাদ হজ্বই করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আসল, খন্ড: ২, পৃষ্ঠা: ৫০৬
- মাবসূত, সারাখসী, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৫৬
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫৭
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩১০
- আলবাহরুল আমীক, খন্ড: ৪, পৃষ্ঠা: ২,৩২৯
- মানাসিক, পৃষ্ঠা: ৪৪৫
আনুষঙ্গিক ফতোয়া
- বদলী হজ্বকারীর জন্য কি ইফরাদ হজ্ব করা?
- বদলি হজ্জ ও ফরয হজ্জের পার্থক্য
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি
- তামাত্তু হজ্বের ক্ষেত্রে ওমরা করার পর মদীনায় গিয়ে ফেরার পর শুধু হজ্বের ইহরাম করা
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- বদলী হজ্বের উদ্দেশ্যে ইহরাম বেঁধে মক্কায় যাওয়ার পর হজে তামাত্তু করা
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়