
প্রশ্ন
মৃত্যুর পর লাশকে গোসল দেয়ার জন্য বরই পাতা ব্যবহার করা হয় কেন?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হযরত উম্মে আতিয়্যা রাযি. হতে বর্ণিত আছে যে, হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা যয়নব রাযি.-এর মৃত্যুর পর হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কিছু মহিলাকে হুকুম করলেন, তোমরা তাকে গোসল করাও, তিনবার অথবা পাঁচবার অর্থাৎ বেজোড় সংখ্যায় শরীরে পানি ঢালবে এবং তাকে বরই পাতা মিশ্রিত গরম পানি দ্বারা গোসল দিবে। বরই পাতার দ্বারা গরমকৃত পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো মুস্তাহাব। এর দ্বারা উপকার হচ্ছে- এর দ্বারা ময়লা দূর হয় এবং মৃত ব্যক্তির লাশ দেরীতে নষ্ট হয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- তিরমিযী শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৩
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৯৬
- বাদায়িউস সানায়ে, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩০১
আনুষঙ্গিক ফতোয়া
- আযান না দিয়ে ইফতারের ঘোষণা দেয়া
- কবরের উপর রাস্তা করা
- গোসল ফরজ অবস্থায় মসজিদে ঢুকা ও আযান দেওয়া
- লাশ নরম হলে তাকে গোসল দেওয়া
- হাই কমোডের সিট ধোয়ার সময় (স্প্রে বা মগ দিয়ে) পানির ছিটা তা কি নাপাক
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- আরবী ছাড়া অন্য ভাষায় জুমআর খুতবা দেয়া বিদআত
- কুরআনের আয়াত সম্বলিত গিলাফ দ্বারা মৃতব্যক্তির লাশ আবৃত করা