
প্রশ্ন
বাচ্চা দুধ পান করা অবস্থায় অনেক সময় মায়ের কোলে বমি করে দেয়। আবার কখনো দুধ পান করার পর বমি করে দেয়। বমির পরিমাণ কখনো বেশি হয় কখনো কম। প্রশ্ন এই যে, এই কাপড় পরিধান করে নামায পড়া যাবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
দুধের শিশুর বমিও বড়দের মতো একই হুকুমের অন-র্ভুক্ত। অর্থাৎ মুখ ভর্তি বমি হলে তা নাপাক। আর মুখ ভর্তি না হলে নাপাক নয়। উল্লেখ্য, দুধ পান করার পরক্ষণে বমি করলেও উপরোক্ত হুকুম প্রযোজ্য হবে। হ্যাঁ, খাবার গিলে ফেলার আগেই মুখ থেকে বের করে দিলে এর কারণে কাপড় বা শরীর নাপাক হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- হাশিয়াতু তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৪৯
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৯
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪
- আসসিয়াআহ, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৯
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৭
আনুষঙ্গিক ফতোয়া
- বাচ্চারা মসজিদে এসে কোলাহল করলে করণীয় কি
- মৃত বাচ্চা জন্ম নিলে তার জানাযা পড়া লাগবে কি না
- পাক কাপড়ের অভাবে নামাজ আদায়ের সূরত
- অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনা
- মান্নতের পশু বাচ্চা দিলে করণীয়
- কুরবানী ও আকীকার বিভিন্ন মাসায়িল
- বিড়ি-সিগারেটের ব্যবসা
- আকীকার হুকুম, সময় ও বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর করণীয়