বাবসা বানিজ্য Fatwa Cover

বাজি ধরার হুকুম

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য


প্রশ্ন

দুই ব্যক্তির মাঝে একটি বিষয়ে মতভেদ হলে একজন অপরজনকে বলেছে, আমি যা বলছি তা সত্য হলে তুমি আমাকে ১০০/-টাকা দিবে। আর মিথ্যা হলে আমি ১০০/-টাকা দিব। এরপর তারা তৃতীয় ব্যক্তির নিকট ২০০/-টাকা জমা দিয়েছে। জানতে চাই, এভাবে বাজি ধরা কি বৈধ হয়েছে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এভাবে উভয় পক্ষ থেকে বাজি ধরা নাজায়েয। এটা জুয়ার অন্তর্ভুক্ত।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আহকামুল কুরআন, জাসসাস, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪০৩