বিবিধ Fatwa Cover

বাম হাতে পানি পান করা

মাসিক আল কাউসারবিবিধ


প্রশ্ন

বাম হাতে পানি পান করার হুকুম কী? যদি ডান হাতে ওজর থাকে তখন কিভাবে পান করবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিনা ওজরে বাম হাতে পানি পান করা মাকরূহ। একাধিক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে পানাহার করতে নিষেধ করেছেন এবং ইরশাদ করেছেন যে, শয়তান বাম হাতে পানাহার করে। তবে ডান হাত ব্যবহারে অক্ষম হলে বাম হাতেও পানাহার করা যাবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • শরহে মুসলিম, ইমাম নববী, খন্ড: , পৃষ্ঠা: ১৭২
  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৩
  • আততামহীদ, ইবনে আবদুল বার, খন্ড: ১১, পৃষ্ঠা: ১১১