
প্রশ্ন
আমার বাসা উত্তরায় আর অফিস গাজীপুরে। প্রতিদিন বাসা থেকে গিয়ে অফিস করি। যাতায়াতে ভীষণ কষ্ট হয়। এ ছাড়া খরচ তো আছেই। তাই গাজীপুরে বাসা খুজছিলাম। ইতিমধ্যে এক ব্যক্তির সাথে পরিচয় হল, যার বাসা গাজীপুরে আর অফিস উত্তরায় এবং আমার মতোই বাসা থেকে যাতায়াত করে অফিস করেন। আমি তাকে প্রস্তাব করি যে, উত্তরায় আমার নিজস্ব বাসা আছে। আপনি সেখানে থাকবেন বিনিময়ে আপনার এই বাসায় আমি থাকব। যেহেতু তিনিও আমার মতোই কষ্টের শিকার তাই তিনি আমার প্রস্তাবে রাজি হয়ে যায়। এখন জানার বিষয় হল, এভাবে চুক্তি করা জায়েয আছে কি? যদি জায়েয না হয় তাহলে এই ধরনের ক্ষেত্রে সহীহ পদ্ধতি কী হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত চুক্তিটি সঠিক হয়নি; বরং এই ধরনের ক্ষেত্রেও ভাড়া দেওয়ার স্বাভাবিক নিয়মেই একে অন্যের কাছে টাকার বিনিময়ে ঘর ভাড়া দিবে। এক্ষেত্রে উভয় বাড়ির ভাড়া সমান সমান হলে ভাড়ার টাকা পরস্পরে আদান প্রদান করা বা কাটাকাটি করা দুটোরই সুযোগ আছে। আর যদি ভাড়ার পরিমাণ কম-বেশি হয় তাহলে যার বাসার ভাড়া কম সে অপর ব্যক্তিকে অবশিষ্ট টাকা পরিশোধ করবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪
- মু’জামুল মুসতালাহাত ওয়াল আলফাফিল ফিকহিয়্যাহ, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩২৯
- আলমুগনী ইবনে কুদামা, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৪
- আলবাহরুর রায়েক, খন্ড: ৭, পৃষ্ঠা: ২৯৮
- তাকমিলা (আলবাহরুর রায়েক), খন্ড: ৮, পৃষ্ঠা: ৭
আনুষঙ্গিক ফতোয়া
- ভাড়া নির্ধারণ করে বাসে ওঠার পর পথিমধ্যে বাস থেকে নেমে গেলে
- সঙ্গত কারণে আগে বাসা ছাড়লে পূর্ণ মাসের ভাড়া প্রদান
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না
- কবরের গভীরতা ও বাঁশের উচ্চতা
- দীর্ঘকালীন ভাড়া চুক্তি করে মোটা অংকের অর্থ গ্রহণ বৈধ কি না
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- ইসলাম ছাড়া অন্য কোন নামে সংগঠনের নাম রাখা শিরক
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে