
প্রশ্ন
বর্তমান বিশ্বে বিড়ি-সিগারেটের ব্যাপক ব্যবহার চলছে। এ ব্যাপারে ইসলামের হুকুম কী? দ্বিতীয়ত বিড়ি-সিগারেট খাওয়া ও বিক্রির ব্যাপারে ইসলামের হুকুম কী?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিড়িসিগারেট পান করা নাজায়েয। কেননা এতে নিজের শারীরিক ক্ষতি তো আছেই, পাশাপাশি অন্যেরও ক্ষতি করা হয়। মুখের দুর্গন্ধের দরুন মানুষ ও ফেরেশতাকে কষ্ট দেওয়া হয়। অপচয়ের বিষয়টিও রয়েছে। তাই তা যেমনিভাবে পান করা যাবে না। তেমনিভাবে তা বিক্রি করাও যাবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ্দররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৫৯
- রদ্দুল মুহতার, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৯৫
- তাহতাবী আলাদ্দুর, খন্ড: ৪, পৃষ্ঠা: ২২৭
আনুষঙ্গিক ফতোয়া
- মানুষের বীর্য পাক না নাপাক বুখারীর অসত্য রেফারেন্সের জবাব
- ডলারের ব্যবসা করার হুকুম কি
- রোযা অবস্থায় ইনহিলার ব্যবহার
- মসজিদে ব্যবসা-বাণিজ্যের আলোচনা করা
- স্বপ্নে খারাপ বিষয় দেখার পর লজ্জাস্থানের অগ্রভাগে বীর্য দেখলে গোসল আবশ্যক হবে কি
- ধূমপায়ীর ইমামতী
- গরীব হলে কি ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়া জায়েজ আছে?
- তাকবীরে তাশরীক তিন বার পড়া জরুরী কি-না?