
প্রশ্ন
হুজুর বেতের নামায ক্বাযা হয়ে গেলে তা কি পরে পড়ে নিতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিতর নামায আদায় করা ওয়াজিব। তাই এটি কাযা হয়ে গেলে পড়ে কাযা আদায় করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- رد المحتار, খন্ড: ২, পৃষ্ঠা: ৭৩
আনুষঙ্গিক ফতোয়া
- কসর নামাযের কাযা আদায়
- ইশা ও বিতর কাযা পড়ার হুকুম
- উমরী কাযা নামায
- জামা‘আতের সাথে কিছু তারাবীহ ছু্টে গেলে বিতর কখন পড়বে?
- নামাযের ওয়াক্ত শুরু হওয়ার পর হায়েয শুরু হলে ঐ ওয়াক্তের কাযা আদায়
- বিতরের কাযার ৩য় রাকা‘আতে তকবীর বলা ও হাত উঠানোর হুকুম কি?
- ফজরের নামায কাযা পড়ার নিয়ম
- বিতরের কাযা নামাযে দুআয়ে কুনূতের পূর্বে হাত না উঠানো