
প্রশ্ন
আমাদের এলাকায় এক মুসলিম সন্তান গত দুর্গা পুজায় হিন্দুদের সাথে তালে তালে মূর্তিদের নাম নিয়ে তাদের মতো করে নমষ্কার করে। তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় যে, এগুলো দুষ্টুমি করে করেছি। জানতে চাই, এতে কোনো ক্ষতি হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পূজার সময় সেখানে অংশগ্রহণ করা মূর্তির সামনে তাদের মতো আচরণ করা এবং মূর্তির নাম নিয়ে নমষ্কার জানানো সব কিছুই কুফরি কাজ। দুষ্টুমি করে করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। তাই ঐ ব্যক্তিকে এক্ষুণি কৃত কর্মের জন্য তওবা-ইস্তেগফার করতঃ পুনরায় ঈমান আনতে হবে। এরপর সে বিবাহিত হয়ে থাকলে বিয়েও দোহরাতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৭, পৃষ্ঠা: ৩৯৭
- শরহুল ফিকহিল আকবার, পৃষ্ঠা: ১৮৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ৫, পৃষ্ঠা: ১২৫
আনুষঙ্গিক ফতোয়া
- বিধর্মীদের দোকান ও বাড়ি ভাড়া দেয়ার হুকুম কি
- ঘরে তারাবীহের জামা‘আতে মহিলাদের অংশগ্রহন
- ইফতার মাহফিলে বিধর্মীকে দাওয়াত দেয়া এবং বিধর্মীর চাঁদা নেয়ার হুকুম
- বিধর্মীদের কিভাবে সম্মান দেখাবে তাদের আদাব, নমস্তে বলার হুকুম কি তাদের সালাম দেয়া যাবে কি
- প্যান্ট শার্ট পরিধান করা এবং বিধর্মী রাষ্ট্রে বসবাস করার হুকুম কি
- কোন বিধর্মীকে সালাম দেয়ার হুকুম কি
- ত্রিশা ও চল্লিশা খাবারে অংশগ্রহণ
- বিধর্মীদের মসজিদে নিয়ে আসা