
প্রশ্ন
আমাদের মসজিদে তাবলীগ জামাতের গাস্তের দিন এক ব্যক্তি ঈমান-একিনের কথা শুনার জন্য এক হিন্দু ব্যক্তিকে মসজিদে নিয়ে আসে এবং সে দীর্ঘ সময় মসজিদে বসে দ্বীনী কথা শুনে। এখন আমার জানার বিষয় হল, অমুসলিম ব্যক্তির জন্য কি মসজিদে প্রবেশ করা জায়েয আছে? এবং উক্ত ব্যক্তি জেনেশুনে অমুসলিম ব্যক্তিকে মসজিদে এনে কি ঠিক কাজ করেছেন? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
দ্বীনী উদ্দেশ্যে হিন্দু বা বিধর্মীকে মসজিদে নিয়ে আসা জায়েয। হাদীস শরীফে এসেছে,‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ছাকিফ গোত্রের কাফের প্রতিনিধি দলকে মসজিদে রেখেছিলেন, যাতে তারা কুরআন শুনে দ্বীনের দিকে ধাবিত হয়। অতএব ঐ হিন্দু লোকটিকে মসজিদে নিয়ে এসে সে কোনো অন্যায় করেনি।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহুস সিয়ারুল কাবীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৯৬
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩০৭
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৮, পৃষ্ঠা: ৬৮
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৭৭
- আলজামিউস সগীর, পৃষ্ঠা: ৪৮২
- আলবাহরুর রায়েক, খন্ড: ৮, পৃষ্ঠা: ২০৩
- আহকামুল কুরআন জাসসাস, খন্ড: ৩, পৃষ্ঠা: ৮৮
আনুষঙ্গিক ফতোয়া
- বিধর্মীদের দোকান ও বাড়ি ভাড়া দেয়ার হুকুম কি
- মসজিদে আসতে অনুৎসাহিত করে আমরা কি মহিলাদের বঞ্চিত করছি
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- মসজিদে মক্তব পড়ানো
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- মসজিদের জন্য দেওয়া জায়গা ওয়ারিসদের ফিরিয়ে নেওয়া
- বিধর্মীদের সাথে বন্ধুত্ব এবং উলামায়ে কিরামকে গালি দেয়া
- বিধর্মীদের কিভাবে সম্মান দেখাবে তাদের আদাব, নমস্তে বলার হুকুম কি তাদের সালাম দেয়া যাবে কি