যাকাত-ফিতরা Fatwa Cover

বিধর্মীদের যাকাত দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা


প্রশ্ন

আমাদের এলাকায় বেশ কয়েকটি হিন্দু পরিবার রয়েছে, যাদের অধিকাংশই নিম্নবিত্তের। তাই অভাব-অনটনের কারণে তারা অনেক সময় মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়। জানার বিষয় হল, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যাকাত কোনো অমুসলিমকে দেওয়া জায়েয নয়। তবে নফল সদকা অমুসলিমকেও দেওয়া যায়। সুতরাং উল্লেখিত হিন্দুদেরকে আপনারা নফল সদকার অর্থ প্রদান করতে পারেন। বিখ্যাত তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, তাদেরকে (অমুসলিমদেরকে) যাকাত প্রদান করো না, নফল সদকা প্রদান কর।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ৫১৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৫১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৪২