
প্রশ্ন
বিনা অযুতে আযান দেওয়া কি অশুদ্ধ? আযানের জন্য অযু কি শর্ত?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আযানের জন্য অযু শর্ত নয়। অযু অবস্থায় আযান দেওয়া সুন্নত। বিভিন্ন হাদীসে অযু অবস্থায় আযান দেওয়ার প্রতি তাগিদ করা হয়েছে। তাই বিনা অযুতে আযান দেওয়া অনুত্তম। তবে আযান শুদ্ধ হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৮
- জামে তিরমিযী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৮
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৩৬
- ইলানউস সুনান, খন্ড: ২, পৃষ্ঠা: ১৪২
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৯৩
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৮
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৭৪
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৪
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৯২
আনুষঙ্গিক ফতোয়া
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- জুমা'র প্রথম আযানের পর ব্যক্তিগত কাজ করতে থাকা
- অজু করার অঙ্গসমূহে ক্ষত থাকলে কিভাবে অজু করবে
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- বিনা অজুতে কোরআন শরীফের কভার স্পর্শ করা
- মোবাইল, কম্পিউটার স্ক্রীণে থাকা কুরআন কারীমের আয়াত কি অজু ছাড়া ধরা
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে
- গোসল করার পর নামায পড়ার জন্য নতুন করে অজু করা কি জরুরী