
প্রশ্ন
বাজারে যে নূরানী হাফেজী কুরআন মজীদ পাওয়া যায় তার উপরে প্লাস্টিকের কভার থাকে। বিনা অযুতে কি এই কভারের উপর দিয়ে কুরআন মজীদ স্পর্শ করা যাবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, অযু ছাড়া এই কভারের উপর স্পর্শ করা যাবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৩
- ইমদাদুল ফাত্তাহ, পৃষ্ঠা: ১৪৬
আনুষঙ্গিক ফতোয়া
- অজু ছাড়া ফোনের কোরআন শরীফ অ্যাপে স্পর্শ করা
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- অযু নষ্ট হয়ে গেলে মুখ বা ঠোঁটের দ্বারা কুরআন শরীফ স্পর্শ করা
- মোবাইল, কম্পিউটার স্ক্রীণে থাকা কুরআন কারীমের আয়াত কি অজু ছাড়া ধরা
- কোরআন শরীফ হতে নিয়ে কসম করার বিধান
- ওজু ছাড়া কুরআন তিলাওয়াত করার হুকুম কি
- ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ওষুধ প্রবেশ করালে বা রক্ত বের করলে অজু ভেঙ্গে যাবে