
প্রশ্ন
বিবাহ অনুষ্ঠানে সুসজ্জিত গেইট নির্মাণ করে বর পক্ষের লোকজনের সেখান দিয়ে প্রবেশকালে তাদের নিকট থেকে টাকা আদায় করা জায়িয আছে কি-না ? তেমনিভাবে যদি বর পক্ষের লোকজনের নিকট থেকে টাকা আদায়ের উদ্দেশ্য ব্যতিরেকে কেবলমাত্র তাদের সম্মানার্থে এই গেইট নির্মাণ করা হয়, তাহলে সেটা জায়িয হবে কি ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
এভাবে গেইট নির্মাণ করায় অপব্যয় ও অপচয় হয়। তাছাড়াও কারো ইচ্ছার বিরুদ্ধে টাকা উসূল করা হারাম। এগুলো বর্বরতা ও কু-প্রথা মাত্র। এসব থেকে পরহেয করা জরূরী। টাকা উসূল না করা হলেও অপচয়ের কারণে এবং বিজাতীয় প্রথার অনুকরণের দরুণ বিবাহ উপলক্ষে গেট নির্মাণ নিষিদ্ধ।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমুদিয়া, খন্ড: ১২, পৃষ্ঠা: ৩৯৪
- আস-সুনানুল কুবরা, খন্ড: ৬, পৃষ্ঠা: ১০০
- তারগীব তারহীব, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৯
- সূরা: বনী ইসরাঈল, আয়াত: ২৬
আনুষঙ্গিক ফতোয়া
- ঈদগাহ মাঠের শরয়ী হুকুম
- বিবাহিত মেয়েকে বিবাহে থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে দেয়ার হুকুম
- কবরস্থানে বাড়ি নির্মান করা
- অসন্তষ্টচিত্তে বিবাহ দান
- পিতা না থাকা অবস্থায় মা তার নাবালেগ মেয়েকে বিবাহ দিলে বিবাহ সম্পন্ন হবে কি
- সৎ দাদা কি মাহরামের অন্তর্ভুক্ত
- ছেলের শ্বশুরীকে বিবাহ করার হুকুম কি এতে করে ছেলের বিবাহে কোন প্রভাব পড়বে কি
- ব্যক্তির ইসলাম গ্রহণ এবং বিবাহ