
প্রশ্ন
বেনামাযীর বাড়ীতে খানা খাওয়া এবং তার থেকে হাদিয়া টাকা নেয়া ঠিক হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নামায না পড়ার দ্বারা তার উপার্জিত সম্পদ হারাম ও নাপাক হয়ে যায় না, নামায না পড়ার কারণে সে গুনাহগার হবে। তাকে হিকমতের মাধ্যমে নামাযের দিকে দাওয়াত দিতে হবে। তার সাথে সম্পর্ক রেখে তাকে যদি দ্বীনের পথে আনা যায়, তাহলে তার বাড়ীতে খেতে বা তার হাদিয়া নিতে কোন অসুবিধা নেই। যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করলে বা তাকে বয়কট করলে অনুতপ্ত হয়ে সহীহ পথে ফিরে আসার সম্ভাবনা থাকে, তাহলে তখন সে পথ গ্রহণ করা উত্তম। মোটকথা, যে ভাবেই হোক তাকে নামাযের দিকে আনার চেষ্টা করতে হবে। চাই তার সাথে নম্র ব্যবহার করেই হোক বা কঠোরতা করে হোক।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪৪
আনুষঙ্গিক ফতোয়া
- ইমামের জন্য নামাযী-বেনামাযী সকলের ঘরে খাওয়া ও বেতন নেয়া
- দেওবন্দী উলামায়ে কেরামের কাছে সকল প্রকার কাক খাওয়া জায়েজ
- জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ ও ২য় বার জানাযার নামায
- টেবিলের উপরে খানা খাওয়া
- হারাম উপার্জনকারীর বাড়িতে দাওয়াত খাওয়া কি জায়েজ
- যমযমের পানি পান করা
- মহিলাদের জন্য তালীমের ব্যবস্থা করা এবং তাদের থেকে দান গ্রহণ করা
- ব্যক্তির ইসলাম গ্রহণ এবং বিবাহ