
প্রশ্ন
সৌদি আরব থাকাকালীন আমি এক বাঙ্গালী থেকে এক হাজার রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন বাংলাদেশে আসার পর তা আদায় করতে চাচ্ছি। জানার বিষয় হল, রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিনের হিসেবে? নাকি ঋণ আদায়ের দিনের হিসাবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনি যেহেতু রিয়াল কর্জ নিয়েছিলেন সেহেতু নিয়ম তো হল তাকে রিয়ালই দিবেন। হ্যাঁ, সে যদি রিয়ালের পরিবর্তে টাকা নিতে সম্মত হয় তাহলে টাকা দিয়ে আদায় করা যাবে। তবে যে দিন ঋণ আদায় করবেন সেই দিনের রিয়ালের বাজার দর হিসাবে আদায় করতে হবে। গ্রহণের দিনের হিসাবে নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- বযলুল মাজহূদ, খন্ড: ১৫, পৃষ্ঠা: ১২
- বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৮
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ২০৪
আনুষঙ্গিক ফতোয়া
- ফরেক্স ট্রেডিং (Forex Trading) এর শরয়ী হুকুম
- ঋণের টাকার উপর আসা যাকাতে আদায়ের নিয়ম
- ঋণের টাকা দ্বারা যাকাত আদায়
- যাকাত দিয়ে ঋণ-পরিশোধে সহযোগিতা করা
- ঋণের টাকা যাকাতের নিয়তে মাফ করে দেওয়া
- ফরয নামাযের পর সুন্নাত আদায়ে বিলম্ব করা
- জানাযার জন্য করা ওযু দ্বারা নামাজ আদায় করা
- টাকা দিয়ে সদকায়ে ফিতির আদায় করলে আদায় হবে না