
প্রশ্ন
কোন ব্যক্তির নামে মসজিদ নির্মাণ জায়েজ আছে কি? যেমন আব্দুল কাদির জিলানী মসজিদ। মসজিদে আবূ হুরায়রা রাঃ ইত্যাদি।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, জায়েজ আছে। তবে এসব বুজুর্গ বা নবী কিংবা সাহাবীর নামে মসজিদ নির্মাণ করলে মসজিদের আলাদা কোন মর্যাদা বৃদ্ধি পায় না। স্বাভাবিক মসজিদের যে হুকুম, বুজুর্গ বা ওলী, নবী কিংবা সাহাবীগণের নামের মসজিদের মর্যাদা একই।
- والله اعلم باالصواب -
সুত্র
- صحيح البخارى, হাদীস নম্বর: ৪১০
- صحيح البخارى, হাদীস নম্বর: ৪২০
আনুষঙ্গিক ফতোয়া
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?
- ঈদগাহ মাঠের শরয়ী হুকুম
- বন্ধকী জমি মসজিদের জন্য ওয়াকফ করা
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- মৃত ব্যক্তির নামে কুরবানী দিলে উক্ত গোস্ত আত্মীয়রা খেতে পারবে কি
- মসজিদের জন্য দেওয়া জায়গা ওয়ারিসদের ফিরিয়ে নেওয়া
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- মসজিদের মাঠে ঈদের নামায আদায়