
প্রশ্ন
আমরা জানি যে মাটির পবিত্রতা হচ্ছে শুকিয়ে যাওয়া। এবং এও জানি যে ব্যাবহারিত ঢিলা দ্বিতীয়বার ব্যাবহার করা জায়েজ নেই। এখন প্রশ্ন হল। মাটির যে ঢিলাটি দ্বারা, পেশাব করে একবার কুলুখ করা হয়েছে, সেটা যদি শুকিয়ে যায়। তখন সেই ঢিলা দ্বারা কুলুখ করা কী জায়েয?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পেশাবের পর ঢিলা নেয়া মাটির টুকরা শুকিয়ে যাওয়ার দ্বারা পবিত্র হয়ে যায়, তবে যদি নাপাকীর প্রতিক্রিয়া বাকি থাকে, তথা যেমন গন্ধ আসে তাহলে পবিত্র হবে না। যদি গন্ধ না থাকে, তাহলে তা দিয়ে পুনরায় ইস্তেঞ্জা করা জায়েজ আছে। তবে তা ঘষে নেয়া উচিত। ব্যবহার না করা উত্তম। যে ঢিলায় নাপাক লেগে আছে তা দিয়ে দ্বিতীয়বার ইস্তেঞ্জা করা নিষেধ।
- والله اعلم باالصواب -
সুত্র
- غنية المستملى, পৃষ্ঠা: ১৩৬
- قاضى خان, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৫
- الفتاوى الهندية, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৪
আনুষঙ্গিক ফতোয়া
- মাজুর ব্যক্তির ইস্তেঞ্জা কে করিয়ে দেবে
- নিত্য ব্যবহার্য পণ্য ও স্বর্ণালংকারের উপর কি যাকাত আবশ্যক
- ভাল পানিতে ব্যবহৃত পানি পড়লে তার হুকুম
- ব্যবহৃত পানির ছিটা পাত্রের অব্যবহৃত পানিতে পড়লে তার হুকুম
- পেশাবের পর ঢিলা ব্যবহার ও তা নিয়ে হাটাহাটি করা
- ব্যবহৃত পানি ও তার হুকুম
- নিয়মিত ব্যবহৃত স্বর্ণের উপর যাকাত
- বিদেশী সাবান ইত্যাদি ব্যবহারের হুকুম কি