
প্রশ্ন
আমি একটি পাঞ্জাবি ধোয়ার জন্য বালতির পানিতে ভিজিয়ে রাখি। কিছুক্ষণ পর বলতি থেকে উঠিয়ে তা ধুয়েই নিই। একটু পর আমার অনুপস্থিতিতে আমার এক সহপাঠি এসে বালতির ঐ পানি দ্বারা অযু করে নামায আদায় করে। জানার বিষয় হল, তার নামায কি আদায় হয়েছে? উল্লেখ্য, ঐ পাঞ্জাবিটা অপবিত্র ছিল না।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ব্যবহৃত পাক কাপড় পানিতে ভিজানোর দ্বারা ঐ পানি ব্যবহৃত পানির হুকুমে হয় না বা নাপাকও হয় না। তাই ঐ ব্যক্তির অযু হয়ে গেছে এবং ঐ অযু দ্বারা আদায়কৃত নামাযও সহীহ হয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ মুসলিম, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৮৪
- আদ্দুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৫০
- উমদাতুল ফিকহ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৪৫
আনুষঙ্গিক ফতোয়া
- ভাল পানিতে ব্যবহৃত পানি পড়লে তার হুকুম
- পাত্র থেকে কব্জি পর্যন্ত হাত ডুবিয়ে পানি নিয়ে অজু করা
- ওজু ছাড়া কুরআন পড়া যাবে কি
- ব্যবহৃত পানির ছিটা পাত্রের অব্যবহৃত পানিতে পড়লে তার হুকুম
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- এন্ডোসকপি করালে ওজু ভেঙ্গে যাবে
- ব্যবহৃত পানি ও তার হুকুম
- গোসল করার পর নামায পড়ার জন্য নতুন করে অজু করা কি জরুরী