
প্রশ্ন
ব্র্যাকের স্কুলে পরীক্ষার প্রশ্নপত্রে খৃষ্টধর্ম প্রচার সংক্রান্ত প্রশ্নপত্র নাকি করা হয়। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইচ্ছুক।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ব্র্যাকের স্কুলের প্রশ্নপত্র মাসিক ‘জাগো মুজাহিদ’ জানুয়ারী’ ৯৪ সংখ্যায় ছাপা হয়েছে । ব্র্যাকের প্রশ্নপত্রের একটি নিম্নে দেয়া হল- ১. (ক) যীশুর মায়ের নাম কি? (খ) যীশু কত বত্সর বয়সে উপাসনা ঘরে গিয়েছিলেন ? (গ) বড় উপাসনা ঘরটি কোথায় ছিল ? (ঘ) তারা যীশুকে কি বলে ডাকত ? (ঙ) যীশু ঈশ্বরকে কি বলে ডাকতেন ? এ ধরনের আরো অনেক প্রশ্ন ব্র্যাক প্রকাশ করেছে। সেবার নামে এনজিও ব্র্যাক-এর খৃষ্টধর্ম প্রচারের নিমিত্ততা এত স্পষ্ট হওয়ার পরও কি বিবেচনার জন্য সময় ক্ষেপণের সুযোগ আছে?
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখার হুকুম কি
- খৃষ্টধর্ম প্রচারে পাশ্চাত্যের তৎপরতা
- নিজের চাকরিতে অপরকে স্থলাভিষিক্ত বানানো
- ইসলাম প্রচারের স্বার্থে কোন কিছু ভিডিও করা
- মাসিকের সময় কোরআনের আয়াত পড়া ও লেখা
- মোবাইল কোম্পানী এবং বাইং কোম্পানীর চাকরীজীবি ও ইংলিশ মিডিয়ামের জন্য ভাড়া দেয়া যাবে কি
- রোজা অবস্থায় ব্রাশ করা
- উলামায়ে কিরামের দৃষ্টিতে "এনজিও"