
প্রশ্ন
আমি এক বাড়িতে ভাড়া থাকি। বাড়িতে কয়েকটি পুরাতন টিনের ঘর রয়েছে। একবার ঝড়-তুফান হলে একটি ঘরে বৃষ্টির সময় পানি পড়া শুরু হয় এবং টয়লেটটি পড়ে যায়। বাড়ির মালিক শহরে থাকে। এক বছর পরপর এসে ভাড়া নিয়ে যায়। তাকে ফোন করে জানালে তিনি মিস্ত্রি এনে ঠিক করে নিতে বলেন। আমি মিস্ত্রি এনে ঠিক করে নেই। কিন্তু মালিক পরবর্তীতে এ খরচ দিতে চাচ্ছে না। জানতে চাই, এ খরচ কার দায়িত্বে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ভাড়া ঘরবাড়ি মেরামতের দায়িত্ব মালিকের। প্রশ্নোক্ত অবস্থায় আপনি যেহেতু মালিকের অনুমতিতেই মেরামতের কাজ করেছেন তাই এই খরচ মালিককেই দিতে হবে। উল্লেখ্য, ভাড়াটিয়ার ত্রুটির কারণে কোনো কিছু নষ্ট হয়ে থাকলে শুধু এর ক্ষতিপূরণ তাকে দিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৪৮
- মাজাল্লাহ, মাদ্দাহ , পৃষ্ঠা: ৫২৯
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১১, পৃষ্ঠা: ৩৬৪
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪৫৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৭৯
আনুষঙ্গিক ফতোয়া
- মিরাস বন্টনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির করণীয় কি
- শরয়ী দন্ডবিধি বাস্তবায়ন
- তারাবির ইমামতি করে বিনিময় গ্রহণ
- খতম তারাবীর বিনিময়ে হাদিয়া গ্রহণ
- দাড়ি ও টাখনুর উপরে জামা পরিধান করার শরয়ী বিধান নিয়ে ঠাট্টাকারীর অসাড় যুক্তির জবাব
- ভরণ-পোষণ দেওয়ার ভিত্তিতে কোনো এক সন্তানকে অধিকাংশ সম্পদ দেওয়া যাবে কিনা
- মায়ের উপর সন্তানের ফিতরার দায়ীত্ব
- দাফনকার্য সম্পন্ন করার পর কবরের পাশে কিছু সময় অবস্থান করা