
প্রশ্ন
কেউ কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ১০০/- টাকা ভাড়া নির্ধারণ করে বাসে উঠল। অর্ধেক রাস্তা যাওয়ার পর দীর্ঘ জ্যামের কারণে লোকটি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে এবং বাস থেকে নেমে আসে। আমার জানার বিষয় হল এমতাবস্থায় লোকটি কি অর্ধেক ভাড়া দিবে, না পূর্ণ ভাড়া দিতে বাধ্য থাকবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পথে লোক নামায় এবং ওঠায় এমন লোকাল বাস না হলে পুরো ১০০/- টাকাই দিতে হবে। কিন্তু যদি লোকাল বাস হয় যাতে পূর্বে ভাড়া ঠিক হয়ে গেলেও পথে নামার সুযোগ থাকে এবং গন্তব্য অনুযায়ী ভাড়া কম-বেশি নেওয়া হয় তাহলে এক্ষেত্রে যতদূর এসেছে সে অনুযায়ী ন্যায্য ভাড়া দেওয়া জরুরি। যদি তা ৫০/- টাকার বেশি হয় তবে তাই দিতে হবে। এক্ষেত্রে পূর্ব নির্ধারিত ভাড়ার অর্ধেক দেওয়া যাবে না। অবশ্য পুরো ১০০/- টাকাও দিতে হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলআশবাহ ওয়াননাযাইর, পৃষ্ঠা: ৩২২
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ১১, পৃষ্ঠা: ২২৩
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১৫
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪১৪
- শরহুল মাজাল্লাহ, খালেদ আতাসী, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৫৪
- শরহুল মাজাল্লাহ, খন্ড: ১, পৃষ্ঠা: ২৬৩
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ১০
- মাদ্দাহ, পৃষ্ঠা: ৪৬০
আনুষঙ্গিক ফতোয়া
- কবরের গভীরতা ও বাঁশের উচ্চতা
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না
- দীর্ঘকালীন ভাড়া চুক্তি করে মোটা অংকের অর্থ গ্রহণ বৈধ কি না
- মিরাস সম্পর্কিত বেশ কয়েকটি মাসআলা এবং বন্টনের মূলনীতি প্রসঙ্গে
- ট্রেনে, বাসে ও লঞ্চে নামায আদায়ের পদ্ধতি
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- সঙ্গত কারণে আগে বাসা ছাড়লে পূর্ণ মাসের ভাড়া প্রদান