
প্রশ্ন
অধিকাংশ লোকই ভাত রান্না করার সময় হাড়ির ভিতর ডিম সিদ্ধ করে। কিন্তু অনেক আলেমের কাছে শুনি ভাতে ডিম দিলে, ঐ ভাত নাপাক হয়ে যায়। এটা নিয়ে অনেক দিন থেকে সন্দেহের দোলায় দুলছি। এ সম্পর্কে শরী‘আতের বিস্তারিত হুকুম কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ডিম ভাতের ভিতর সিদ্ধ করতে দেয়ার পূর্বে যদি ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়া হয়, তাতে ভাত নাপাক হবে না। কারণ, ডিম ভালভাবে ধোয়ার পরে ডিম পবিত্র হয়ে যায়। তবে না ধুয়ে সিদ্ধ হতে দিলে, ডিমের উপরিভাগে নাপাক হওয়ার দরুন সম্পূর্ণ ভাত নাপাক হবে। কিন্তু ধুয়ে দেয়ার পর সেই সন্দেহ আর থাকে না
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২৮
আনুষঙ্গিক ফতোয়া
- দুই সিজদার মাঝে দু‘আ পড়ার হুকুম
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- ভাতের মাড় কাপড় দেওয়া
- রোযা অবস্থায় ইনজেকশন নেওয়া বা নিম, পেষ্ট দিয়ে দাঁত মাজা
- রাতে ঘুমানোর সময় ডিম লাইট জালানো কি সুন্নতের খেলাফ
- নামায আদায় করা অবস্থায় দাঁতের গোঁড়া দিয়ে রক্ত বের হলে
- নামাযে কেরাত অশুদ্ধ পড়ার হুকুম