
প্রশ্ন
ভাতের মাড় যদি কোনো সুতি কাপড় বা অন্য কোনো কাপড়ে দেওয়া হয় তাহলে সে কাপড় পরে নামায পড়া জায়েয হবে কি না? ভাতের মাড় কি পাক?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ভাতের মাড় যদি কোনো সুতি কাপড় বা অন্য কোনো কাপড়ে দেওয়া হয় তাহলে সে কাপড় পরে নামায পড়া জায়েয হবে। ভাতের মাড় পাক। তা কোনো কাপড়ে দেওয়া হলে তা পরে নামায পড়তে কোনো অসুবিধা নেই।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- স্ত্রী, দুই মেয়ে, আপন দুই বোন এবং বোনের সন্তানরা ও বড় ভাইয়ের সন্তানদের মাঝে মিরাস বন্টন
- পাক কাপড়ের অভাবে নামাজ আদায়ের সূরত
- পুরাতন ইহরামের কাপড় দিয়ে হজ্ব করা
- কাপড় পাক করার তরীকা
- স্ত্রী, এক কন্যা ও ভাই-বোনদের মাঝে মিরাস বন্টন
- ছেলে থাকা অবস্থায় মৃতের ভাই-বোনের মেয়েরা কি সম্পদের ভাগ পাবে
- নতুন কাপড় না ধুয়ে পরিধান করা