
মক্কায় যাবার খরচ আছে কিন্তু মদীনায় যাওয়ার খরচ নেই উক্ত ব্যক্তির উপর হজ্ব ফরজ
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•হজ্জ•
প্রশ্ন
কোন ব্যক্তি যদি এমন হয় যে, তার মক্কা শরীফে যাওয়ার মত অর্থ আছে কিন্তু মদীনায় যাওয়ার টাকা নেই। তাহলে উক্ত ব্যক্তির উপর হজ্ব ফরজ হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, উক্ত ব্যক্তির উপর হজ্ব করা ফরজ হবে। কারণ হজ্বের কোন সম্পর্ক মদীনার সাথে নেই। হজ্বের সম্পর্ক মূলত মক্কার সাথে। মদীনায় যাওয়া হয় রাসূল সাঃ এর মোহাব্বতে। তার রওজা যিয়ারতের জন্য। হজ্বের কোন বিধান পালনের জন্য নয়। তাই মদীনায় যাওয়ার খরচ না থাকলেও মক্কায় যাওয়ার খরচ থাকলেই হজ্ব ফরজ হয়ে যাবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- الفتاوى الولوالجية, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০০
- الفقه الاسلام وادلته, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৫৮
- تاتارخانية, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৭৮
- هندية, খন্ড: ১, পৃষ্ঠা: ২১৭
- مجمع الانهر, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২০
- بدائع, খন্ড: ২, পৃষ্ঠা: ২৯৭
- المحيط البرهانى, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৯২
আনুষঙ্গিক ফতোয়া
- মক্কায় প্রবেশ করার পর হজ্ব করতে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও কি হজ্ব ফরজ হয়ে যায়
- কাবা দেখলে বা উমরা করলে কি হজ্ব ফরয হয়
- অনেক জমির মালিকের হজ্জের অর্থ না থাকলে করণীয়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- জমি বিক্রি করে হজ্জ করা
- হজ্জ ফরজ হওয়ার আগে ফরজ হজ্জ আদায়
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- দীর্ঘমেয়াদী ঋণ থাকলে ব্যক্তির উপর হজ্ব ফরজ হয় না