
প্রশ্ন
আমরা ৪ জন তামাত্তু হজ্বের নিয়তে উমরার ইহরাম করে মক্কা এসেছি। আমরা মক্কাতে প্রায় ১৫ দিন থাকলাম। এখন মদীনা মুনাওয়ারা যাচ্ছি। মদীনা থেকে হজ্বের ১/২ দিন আগে মক্কা ফিরব। জানতে চাই, যারা মদীনা থেকে হজ্বের ইহরাম করবে তাদেরকে কি তাওয়াফে কুদূম করতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না। তাদের তাওয়াফে কুদূম করতে হবে না। আপনারা যেহেতু এই সফরেই তামাত্তু হজ্বের উদ্দেশ্যে উমরা করেছেন তাই আপনারা তামাত্তুকারী। আর তামাত্তুকারীর উপর তাওয়াফে কুদূম নেই। তাওয়াফে কুদূম কেবল ইফরাদ ও কিরান হজ্বকারীদের জন্য সুন্নত। তামাত্তুকারীদের জন্য নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- মানাসিক মোল্লা আলী কারী, পৃষ্ঠা: ১৪১
- গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১০৮
- আদ্দুররুল মুখতার , খন্ড: ২, পৃষ্ঠা: ৪৯২
আনুষঙ্গিক ফতোয়া
- তামাত্তু হজ্বের ইহরাম দ্বারা নফল তাওয়াফ করা
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- তামাত্তু হজ্বের ক্ষেত্রে ওমরা করার পর মদীনায় গিয়ে ফেরার পর শুধু হজ্বের ইহরাম করা
- হজ্বের আগে মাসিক শুরু হলে করণীয়
- হজ্জের ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব
- উকুফে আরাফার আগে উমরা সম্পন্ন করতে না পারলে করণীয়
- পুরাতন ইহরামের কাপড় দিয়ে হজ্ব করা
- বদলী হজ্বের উদ্দেশ্যে ইহরাম বেঁধে মক্কায় যাওয়ার পর হজে তামাত্তু করা