
প্রশ্ন
মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তা কার্যকর হয় না। তালাক কার্যকর হওয়ার জন্য লিখা বা মুখে উচ্চারণ করা জরুরি।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ মুসলিম, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৮
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৩, পৃষ্ঠা: ২৩০
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৩, পৃষ্ঠা: ১৫৭
আনুষঙ্গিক ফতোয়া
- মৌখিকভাবে তালাক দিলে তালাক হয় না
- দুষ্টুমী করে তালাক দিলে কি তা পতিত হয় না
- মোবাইলে তালাক দিলে কি তা পতিত হয় না
- মহিলাদের নিজের উপর তালাক গ্রহন
- তালাক সংক্রান্ত ফতোয়া জানার আবেদন
- স্বপ্নে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া
- শর্ত সাপেক্ষে তালাক দিলে কয় তালাক পতিত হয় সেই শর্ত উঠিয়ে নেয়া যায় কি না
- মোবাইলে তিন তালাক দিলে হুকুম কি