মসজিদ-মাদ্রাসার বিধান Fatwa Cover

মসজিদের কোরআন শরীফ বাড়িতে নিয়ে পড়া

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান


প্রশ্ন

মসজিদের জন্য দানকৃত কুরআন শরীফ কি বাড়িতে নিয়ে পড়া জায়েয হবে? জানালে কৃতজ্ঞ থাকব।


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদে যেসকল কুরআন শরীফ দান করা হয় তা সাধারণত মসজিদে তিলাওয়াতের জন্যই দেওয়া হয়। তাই মসজিদের কুরআন শরীফ বাসায় নেওয়া যাবে না।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৩১
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৫৯
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩১৭
  • হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৯