
প্রশ্ন
মসজিদের জন্য দানকৃত কুরআন শরীফ কি বাড়িতে নিয়ে পড়া জায়েয হবে? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মসজিদে যেসকল কুরআন শরীফ দান করা হয় তা সাধারণত মসজিদে তিলাওয়াতের জন্যই দেওয়া হয়। তাই মসজিদের কুরআন শরীফ বাসায় নেওয়া যাবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতহুল কাদীর, খন্ড: ৫, পৃষ্ঠা: ৪৩১
- ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: ৬, পৃষ্ঠা: ২৫৯
- আননাহরুল ফায়েক, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩১৭
- হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৩৯
আনুষঙ্গিক ফতোয়া
- বাংলা কুরআন শরীফ তিলাওয়াত সম্পর্কে
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- কোরআন শরীফ হাতে নিয়ে কসম
- তারাবীহ নামাযে কুরআন শরিফ দেখে পড়া, ৪ রাকা‘আত পরপর প্রচলিত দু‘আ পড়া
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- কোরআন শরীফ হতে নিয়ে কসম করার বিধান
- পড়া যায় না এমন পুরাতন কুরআন শরীফ কী করবে
- মসজিদে দানকৃত পণ্য মসজিদে নিলামে বিক্রি