
প্রশ্ন
আমার নানু তার একটি জায়গা মসজিদের জন্য ওয়াকফ করার নিয়ত করেছেন এবং তিনি এ কথাও বলেছেন, 'ধরে নাও আমি এ জায়গা মসজিদে দিয়ে দিয়েছি।' কিন্তু পরবর্তীতে ঐ জায়গার পাশেই আরেকটি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। বিধায় এ জায়গায় মসজিদ করার কোনো প্রয়োজন নেই। তাই তিনি নিয়ত করেছেন, এ জায়গা বিক্রি করে দেশে যেখানে মসজিদ নেই সেখানে মসজিদ নির্মাণ করবেন। আমার প্রশ্ন হল, বর্তমান জায়গা বিক্রি করে দেশে জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণ করা যাবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনার নানু যেহেতু মৌখিক বা লিখিতভাবে ঐ জমি ওয়াকফ করে দেননি তাই শুধু নিয়তের কারণে বা 'ধরে নাও আমি এ জায়গা মসজিদের জন্য দিয়ে দিয়েছি' বলার কারণে ঐ জমিটি ওয়াকফ হয়ে যায়নি। অতএব জমিটি বিক্রি করে অন্যত্র যেখানে প্রয়োজন আছে তা দ্বারা মসজিদ নির্মাণ করতে পারবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- হিদায়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৪৪
- ফাতহুল কাদীর, খন্ড: ৬, পৃষ্ঠা: ২১৭
আনুষঙ্গিক ফতোয়া
- বন্ধকী জমি মসজিদের জন্য ওয়াকফ করা
- মক্তবের জন্য ওয়াকফকৃত স্থানে মসজিদ নির্মাণ
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- পাঞ্জেগানা মসজিদ ও সাবাহী মকতবের জায়গাসহ নতুন জায়গা মিলিয়ে জামে মসজিদ বানানো যাবে কি না?
- ওয়াকফ বিহীন মসজিদে জুম‘আ পড়া
- কবরস্থানের জন্য ওয়কফকৃত স্থানে মসজিদ নির্মাণ করা
- মসজিদের জন্য দেওয়া জায়গা ওয়ারিসদের ফিরিয়ে নেওয়া
- মসজিদের জন্য ওয়াকফ করা স্থানে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা যাবে কিনা