মসজিদ-মাদ্রাসার বিধান Fatwa Cover

মসজিদের ভিতরে কোন কিছু লেখার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসমসজিদ-মাদ্রাসার বিধান


প্রশ্ন

মসজিদের বিভিন্ন জায়গায় বা মিম্বরের উপরে ডান দিকে আল্লাহ এবং বাম দিকে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখা হয় আবার পাশা পাশি আল্লাহ এবং মুহাম্মাদ লেখা হয় এটা জায়েয নাকি না জায়েয?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ বিষয়ে ফুক্বাহায়ে কেরামের মাঝে মতভেদ আছে। একদল ফুক্বাহার মতে মসজিদের ভিতরে কোন প্রকার লেখাই জায়েজ নয়। আরেক দল এমন লেখা যার দ্বারা কুফর বা শিরক আবশ্যক হয় না, এমন লেখা যদি এমন স্থানে লেখে, যার কারণে নামাযের খুশু-খুশু নষ্ট না হয়, তাহলে জায়েজ। নতুবা জায়েজ নয়। সেই হিসেবে মসজিদে এসব না লেখাই উচিত।

- والله اعلم باالصواب -

সুত্র

  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৬৫
  • مجمع الأنهر, খন্ড: , পৃষ্ঠা: ১৬২
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৪২০