
প্রশ্ন
আমার দাদা আমার অসুস্থতার সময় মান্নত করেছিলেন যে, নাতি ভালো হলে মসজিদের মুসল্লীদেরকে মিষ্টি খাওয়াব। আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। এখন আমার দাদার ওই মান্নত কি পূরণ করা জরুরি? জানতে চাই, এ মসজিদের সর্বস্তরের মুসল্লীগণ তা খেতে পারবে কি? নাকি শুধু গরীব শ্রেণীর লোকজন খেতে পারবে? বিস্তারিত জানাবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নের বর্ণনা অনুযায়ী ওইভাবে বলার দ্বারা গরীব মুসল্লীদের অংশ পরিমাণ মান্নত হয়েছে। তাই তা পূর্ণ করা জরুরি। আর মসজিদের সর্বস্তরের মুসল্লীদেরকে দেওয়া হলে ধনী-গরীব সকলেই ওই মিষ্টি খেতে পারবে। কারণ এক্ষেত্রে ধনীদের অংশ হাদিয়া গণ্য হবে। আর গরীবদের অংশ মান্নত ধর্তব্য হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৯৭
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৫৯
আনুষঙ্গিক ফতোয়া
- মান্নতের ইতিবৃত্তান্ত
- একাধিক রোজা রাখার মান্নত আদায়ের নিয়ম
- মুসল্লীদের জন্য বিনামূল্যে মসজিদের গাছের ফল খাওয়া
- অনির্দিষ্ট মান্নত আদায়ের নিয়ম
- কিস্তি টুপি মাথায় দিয়ে নামায আদায়
- নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়ার মান্নত প্রসঙ্গে
- পশু কুরবানীর মান্নত আদায়ের শর্তসমূহ
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়