
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি কোন মসজিদ এমন হয়, তাকে সম্প্রসারণ করা সম্ভব নয়, তাহলে উক্ত মসজিদে যদি মুসল্লি সংকুলান না হয়, তাহলে প্রয়োজনে পাশে আরেক মসজিদ বানানো জায়েজ আছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেন প্রথম মসজিদটি একদম বিরান না হয়ে যায়। কিন্তু প্রথম মসজিদটিকেই যদি সম্প্রসারণ করে বড় করা সম্ভব হয়, তাহলে সেটিকে পরিত্যক্ত বানিয়ে পাশে আরেকটি মসজিদ নির্মান করা জায়েজ হবে না। তবে যদি বানায়, তাহলে সেটিও মসজিদ হয়ে যাবে, বাকি প্রথম মসজিদটিকে প্রয়োজন ছাড়া বিরান করার কারণে সংশ্লিষ্ট সবাই গোনাহগার হবে। সুতরাং যে মসজিদটি ছোট হওয়ার কারণে স্থান সংকুলান হচ্ছে না, অবকাঠামো দুর্বল হওয়ার কারণে ধ্বসে পড়ার ভয় চলে এসেছে, সেটিকে ভেঙ্গে শক্তিশালী ফাউন্ডেশন দিয়ে সম্প্রসারিত আকাড়ে নির্মাণ করা সম্ভব। তাই অযথাই এ মসজিদকে বিরান করার কোন মানে হয় না। নতুন মসজিদ নির্মাণে যে ব্যয় হবে, সেটি দিয়েই পুরাতন মসজিদ আগের স্থানেই পুনঃনির্মাণ করে নেয়া উচিত। আর মসজিদকে সম্পূর্ণ বিরান করে ঈদগাহ বানানো জায়েজ নয়। তবে মসজিদে ঈদের নামায পড়া জায়েজ। যদি উক্ত মসজিদে নিয়মিত নামায পড়া হয়, তাহলে ঈদের সময় প্রয়োজনে ঈদের নামায উক্ত মসজিদে পড়াতে কোন সমস্যা নেই। কিন্তু পূর্ণ মসজিদকেই মসজিদের হালাত থেকে পাল্টে একেবারে ঈদগাহ বানিয়ে ফেলা জায়েজ হবে না মসজিদটিকে বিরান করে দেয়া এবং তার সম্মানহানী করার কারণে। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا • এর চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তাআলার ঘরে জিকির করতে বাঁধা দেয় আর সেটিকে বিরান করতে চেষ্টা করে? (সূরা বাকারা-১১৪)
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমুদিয়া, খন্ড: ২১, পৃষ্ঠা: ১৩০
- الفتاوى الهندية, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫৬
- حلبى كبير, পৃষ্ঠা: ৬১৪
- خلاصة الفتاوى, খন্ড: ৪, পৃষ্ঠা: ৪২১
- الكشاف عن حقائق غوامض التنزيل, খন্ড: ২, পৃষ্ঠা: ২১৪
- الكشاف عن حقائق غوامض التنزيل, খন্ড: ২, পৃষ্ঠা: ১০৭
- تفسير روح المعانى, খন্ড: ১১, পৃষ্ঠা: ২১
- تفسير قرطبى, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৫
- تفسير المراغى, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৮
- تفسير بيضاوى, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৮৬
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদের ওয়াকফকৃত স্থানে ঈদগাহ নির্মাণ করা
- ঈদগাহ মাঠের শরয়ী হুকুম
- কবরস্থানের জন্য ওয়কফকৃত স্থানে মসজিদ নির্মাণ করা
- কবরের উপর মসজিদ নির্মাণের হুকুম কি
- গোরস্থানের জায়গায় মসজিদ নির্মাণ
- নতুন মসজিদের কারণে পুরাতন মসজিদ অনাবাদ হলে করণীয়
- মসজিদ নির্মাণের জন্য ওয়াকফকৃত জমি হওয়া আবশ্যক এক মসজিদের সম্পদ আরেক মসজিদে ব্যবহারের হুকুম কি
- ওয়াকফকৃত ঈদগাহ ত্যাগ করে অন্য স্থানে নামায পড়া